বাংলদেশের কিশোর মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন সিদ্দিকুর রহমান আমাদের অহংকার। যশোর জেলার সদর উপজেলার গাঁওঘরা গ্রামের গোলাম আলীমোল্যা ও রত্নগর্ভা সখিনা খাতুন দম্পতির ১১ সন্তানের মধ্যে সিদ্দিকুর রহমান একজন। শৈশবে সিদ্দিক ছিলেন প্রাণচঞ্চল এক দূরন্ত বালক।
স্কুলের ক্লাসের সময় বাদ দিয়ে সারা সময় কাটতো হৈচৈ করে মাঠে বিলে আর বনে বাদাড়ে টো টো করে ঘুরে বেড়ানো, গুলতি দিয়ে পাখি শিকার করা,বাগানের কাঁচা আম চুরি করে ঝিনুক দিয়ে খোসা ছিলে কলার পাতায় ঝাল লবণ মাখিয়ে খাওয়া, পুকুরে গোসলে নামলে দূরন্ত এই বালকের কেটে যেতো ঘন্টারপর ঘন্টা আর দুই চক্ষু কোকিলের মত লাল না হওয়া পর্যন্ত পুকুর থেকে উঠতো না। এমনই দুরন্তপনায় কাটতো তার ছেলেবেলার দিন। এ নিয়ে মায়ের হাতেকতো না ছোট খাট পিটুনি আর বকুনি খেয়েছে। এই দূরন্ত দুষ্টুমীপনার মধ্যেও সিদ্দিক লেখা পড়ায় ছিল অত্যন্ত মেধাবী।